কোটা সংস্কার আন্দোলনের নামে নগরীতে সন্ত্রাসী কার্যক্রম, হত্যা, দাঙ্গা ও নাশকতার মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সিএমপি সূত্রে জানা গেছে, নাশকতার ১৭ মামলায় এ পর্যন্ত নগরীতে মোট ৪০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হালিশহর থানায় দায়েরকৃত নতুন মামলায় এজাহারনামীয় ৩৭ জন এবং অজ্ঞাত ১০০–১৫০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ–কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ আজাদীকে বলেন, হত্যা, দাঙ্গা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে এবং বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করেছেন। আমরা সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি।
এদিকে কোটা আন্দোলন ঘিরে চট্টগ্রাম জেলার ১৭ থানার ১১ মামলায় আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল আটটা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় তাদের গ্রেপ্তার করে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, চট্টগ্রাম জেলায় কোটা আন্দোলন ঘিরে হামলা, ভাঙচুরের ঘটনায় ১১টি মামলা করা হয়েছে। এই সব মামলায় বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত জেলার বিভিন্ন থানা থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।