’২৪-এর গণআন্দোলন বাঙালি জাতীয়তাবাদকে পুনর্বিবেচনার মুখোমুখি করেছে

আলোচনা সভায় বক্তারা

| সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

২৪এর গণআন্দোলন মূলতঃ বাঙালি জাতীয়তাবাদের চেতনাকে পুনর্বিবেচনার মুখোমুখি করেছে।’ সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড ডায়ালগ এর আয়োজনে জুলাই অভ্যুত্থান : গণআকাঙ্ক্ষা ও জাতীয় পরিচয়ের মীমাংসা শীর্ষক সিরিজ আলোচনায় বক্তারা এমন মন্তব্য করেন। এ আলোচনায় প্রথম পর্বে মুখ্য আলোচক ছিলেন মাহমুদ নাঈম। কবি ও শিক্ষক সৈয়দ আহমদ শামীমের সভাপতিত্বে ও সংস্কৃতি সংগঠক ওবায়দুল্লাহ্‌ আফজালের সঞ্চালনায় গত শুক্রবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এ সিরিজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনজ্ঞ আমিনুল ইসলাম নজির, ইতিহাস, দর্শন, রাজনীতি ও সাইকো এনালাইসিসের আন্তঃশাস্ত্রীয় বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, প্রাবন্ধিক ও সম্পাদক আব্দুর রহমান বারী, স্টুডেন্ট এলায়েন্স ফর ডিমোক্রেসির মুখপাত্র জগলুল আহমেদ, লেখক ও সম্পাদক মুহাম্মদ আবু সুফিয়ান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক জোবাইরুল আলম মানিক, বৈষম্যবিরোধী আন্দোলনের নীলা আফরোজ। অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সভাপতির বক্তব্যে কবি সৈয়দ আহমদ শামীম ‘জুলাই অভ্যুত্থান : গণআকাঙ্ক্ষা ও জাতীয় পরিচয়ের মীমাংসা’ শীর্ষক এই আলোচনা আমরা আবারো করার আশা রাখি।’ প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিপ্লব ও সংহতি দিবসে উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির মিছিল
পরবর্তী নিবন্ধখুরুশকুল ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও সম্মেলন