জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৫ মে অনুষ্ঠিত হয়।
‘২৪ এর গণঅভ্যুত্থান নজরুলের উত্তরাধিকার’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, মুখ্য আলোচক ছিলেন চবি বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল আমিন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি সঙ্গীতদল, নজরুল একাডেমি, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল, নটরাজ নৃত্যাঙ্গন, দ্যা একাডেমি অব ক্লাসিক্যাল এন্ড ফোক ডান্স, বৃন্দ আবৃত্তি পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম আবৃত্তি বিভাগ। একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফরিদা করিম, ফাহমিদা রহমান, লোকমান চৌধুরী রাশু, সৈয়দ জিয়া উদ্দিন, ডা. শর্মিলা বড়ুয়া, এস.বি. সুমি। একক আবৃত্তি পরিবেশনে ছিলেন জেবুন নাহার শারমিন, শুভ্রা চক্রবর্ত্তী, আদনান করিম, শাওকী ইবনে সাফওয়ান, শরীফ মাহমুদ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন আবৃত্তি শিল্পী নাহিদা আকতার নাজু। প্রেস বিজ্ঞপ্তি।