লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির উদ্যোগে, লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের প্রথম অনুষ্ঠান ক্লাব সভাপতি লায়ন মিজানুর রহমান মজুমদারের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ক্লাবের স্থায়ী প্রজেক্ট ঝাউতলা কোরআনিয়া এতিমখানা মাদ্রাসায় ২৪০ জন এতিমদের জন্য ১ মাসের খাদ্য সরবরাহ করা হয়। গত ১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন অক্টোবর সেবা মাসের চেয়ারম্যান ও প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ সাগর ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সুকান্ত বলেন, লায়ন্স সদস্যরা সারা বছরই দুস্থ মানবতার কাছে নিয়োজিত থাকে। এবার আমাদের স্লোগান হচ্ছে ‘সবার উপরে মানবতা’। আমার জেলার প্রথম কাজটিতে এতিমদের সাথে থাকতে পেরে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। সেই সুযোগটা লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির সদস্যরা করে দিয়েছেন বলে তাদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ সাগর বলেন, ডায়মন্ড সিটি ক্লাব ২০ বছর ধরে আর্ত মানবতার সেবায় নিয়োজিত। এ এতিমখানাতে ২০০৩ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছেন ক্লাবের সদস্যরা। দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শামসুদ্দীন সিদ্দিকী বলেন, ডায়মন্ড সিটি ক্লাবের প্রতিটি সদস্য দুস্থ, প্রতিবন্ধী ও মধ্যবিত্ত পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এতে স্বাগত বক্তব্য রাখেন, ডায়মন্ড সিটি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রিজিওন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন চৌধুরী শামীম মোস্তফা। ক্লাবের সেক্রেটারি লায়ন আবিদুর রহমান মজুমদারের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন শামীম আরা বেগম, লায়ন এএফএম জহিরউদ্দিন, লায়ন শেখ আমেনা খাতুন পুতুল, মাওলানা সোহেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।