মাত্র ২৩ মাস সময়ে পুরো কোরআন শরিফ মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে নয় বছরের কিশোর মিফতাহুল করিম তামীম।
সে মহেশখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মরহুম মাওলানা শফিকুল্লাহ খানের নাতি ও সাংবাদিক নুরুল করিমের একমাত্র পুত্র। তামীম স্থানীয় মহিউস সুন্নাহ মাদরাসা ও হেফজখানার শিক্ষক।
হাফেজ মিফতাহুল করিম তামীমের পিতা সাংবাদিক নুরুল করিম জানান, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর তার জন্ম। তাকে হেফজখানায় ভর্তির মাত্র ২৩ মাসের ভেতরেই সে ৩০ পারা কোরআন হেফজ করেছে। তার বর্তমান বয়স ৯ বছর ২ মাস। বৃহস্পতিবার ভোর ৪ টা ৪৫ মিনিটের সময় হেফজখানা থেকে তার শিক্ষক হাফেজ মাওলানা মতিউর রহমান তাকে ফোন করে জানান, তার ছেলে ভোরেই ৩০ পারা কোরআন হেফজ সম্পন্ন করে পূর্ণাঙ্গ হাফেজ হওয়ার যোগ্যতা অর্জন করেছে।










