নগরীর পাঁচলাইশ থানা এলাকায় ২৩ বছর আগে ভাড়া বাসায় ডেকে নিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় শরীফুল ইসলাম নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আদালত কক্ষে শরীফুল উপস্থিত ছিলেন। পুরো বিচার প্রক্রিয়ায় আদালত ৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। শরীফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার লালাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আলম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ৬ বছরের শিশুটিকে ফুসলিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করেন শরীফুল ইসলাম। আমরা আদালতকে তা বোঝাতে সক্ষম হয়েছি এবং তার শাস্তি দাবি করেছি। এক পর্যায়ে আদালত রায়ের জন্য রোববার দিন ধার্য করেন এবং রায় ঘোষণা করেন। সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন। শরীফুল ইসলাম বর্তমানে কারাগারে আছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি তিনি আত্মসমর্পণ করেন।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ১৯৯৮ সালের ২৯ সেপ্টেম্বর শরীফুল ইসলাম ৬ বছরের ওই শিশুকে তার ভাড়া ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান আইন) ১৯৯৫ এর ৬ (১) ধারায় একটি মামলা করেন। ২৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে শরীফুল ইসলামকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। পরের বছর ১১ জুন আদালত শরীফুল ইসলামের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এবং রায় ঘোষণার আগ পর্যন্ত ১১ সাক্ষীর মধ্য থেকে ৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।