২৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে। ৩ জুন ব্যাংকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনলাইন প্ল্যাটফর্মে এক দোয়া-মাহফিলের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ১২ জুন থেকে একযোগে কানসাট, রোহানপুর, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, গোবিন্দগঞ্জ, পীরগঞ্জ, নীলফামারী, আত্রাই, ফুলবাড়ী, সৈয়দপুর, হিলি, বানেশ্বর, মহাদেবপুর, রামচন্দ্রপুর, নীমসার, নবাবগঞ্জ, আলমডাঙ্গা, পথেরহাট, গুনাগাড়ী, বেনাপোল, শাকপুরা, সুলতানপুর এবং নাঙ্গলমোড়া শাখার মাধ্যমে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়। সর্বমোট ২৩০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি সয়াবিন তেল, এক কেজি লবণ, চার কেজি আলু এবং একটি সাবান। সংবাদ বিজ্ঞপ্তি।