২৩নং উত্তর পাঠানটুলীতে হাফেজদের সংবর্ধনা

| শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ২৩নং উত্তর পাঠানটুলীর শ্রেষ্ঠ সন্তান ১৩ থেকে ১৫ বছর বয়সী কুরআনে হাফেজদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়। ২৫ মার্চ ধনিয়ালাপাড়া এলাকায় ওয়ার্ড কাউন্সিলর অফিস সংলগ্ন মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। নিয়াজ মোহাম্মদ খান বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। এই মাসে কোরআন যারা বুকে ধারণ করেছে তাদের সম্মানিত করা আমাদের সকলের জন্য প্রয়োজন। নিয়াজ মোহাম্মদ খান বলেন, ফ্যাসিস্ট সরকার বিগত ১৬ বছরে রাষ্ট্র কাঠামোগুলোকে ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। অনুষ্ঠানে আনু মিয়া বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী বাদশা মিয়া, রফিক মেম্বার, আব্দুল হালিম, আব্দুল মান্নান, আকবর ডিউক, আবু তাহের, সিরাজুল মোস্তফা, শাহজাহান, শেখ মনির বাবুল, আজিম, আমির উদ্দিন বাবুল, শামীম, আব্দুল করিম সেলিম, বাদশা মিয়া সিদ্দিকী, সিরাজ, সালেহ আহমদ প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাসুকে ইলাহী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবর্তক মোড় থেকে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদৃষ্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান