২২ মিনিটে ৫০টি ‘চিলি ডগ’ খেলেন এক নারী!

| রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

আপনাকে যদি বলা হয় ২২ মিনিটে কয়টি হট ডগ খেতে পারবেন? নিশ্চিয়ই কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে যাবেন! তবে আপনি না পারলেও মাত্র ২২ মিনিটে ৫০টি ‘চিলি ডগ’ খেয়ে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এক নারী। এক বসায় ৫০টি ‘চিলি ডগ’ খেয়ে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন নাগরিক মলি শুইয়্যেলার। রকফোর্ডের কর্ণার বার-এ একের পর এক চিলি ডগ খেয়ে চলছেন মলি। সেখানে থাকা সবাই তার খাওয়া উপভোগ করছেন। অনেকে অবাকও হচ্ছেন বটে। এমন করে ১৯ মিনিটের মাথায় ৪৪টি চিলি ডগ খেয়ে শেষ করেন নেন। এখানেই শেষ নয়, সঙ্গে সঙ্গেই আরও ৬টি দেওয়া হয়। তিন মিনিটে ওই ৬ চিলি ডগও স্বাভাবিকভাবেই খেয়ে ফেলেন তিনি। এর আগে ২০০৬ সালে প্রতিযোগী টিম ‘ইটার এঙ’ জানুস ৪৩টি খেতে সক্ষম হন। সবচেয়ে মজার ব্যাপার হলো যে কেউ ৪ ঘণ্টায় ১২ টি খেতে পারলে তার নাম কর্ণার বারের দেওয়াল ঝুলিয়ে দেওয়া হয়। ম্যানেজার জন ভানাম্যান বলেন, এ পর্যন্ত ৬ হাজার জনের নাম দেওয়ালে লিপিবদ্ধ আছে’। এই প্রতিযোগিতায় মলি শুইয়্যেলার চাইলে আবারও অংশ নিতে পারবেন বলেও জানান ম্যানেজার।

পূর্ববর্তী নিবন্ধলাখো মানুষকে সরানোর নির্দেশ
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডে রাত্রিকালীন কারফিউ জারি