২২ বছর পর নিহত দুজনের পরিচয় শনাক্ত, আজও অজ্ঞাত সহস্রাধিক

৯/১১ হামলা

| মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫১ পূর্বাহ্ণ

২০০১ সালের ১১ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহতম সন্ত্রাসী হামলার দিন। সেই হামলায় প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। এর ২২ বছর পর পরিচয় শনাক্ত হলো নিহত দুজনের। তবে আজও অজ্ঞাতপরিচয় সহস্রাধিক ভুক্তভোগী। নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয় জানিয়েছে, দেহাবশেষের ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহত একজন পুরুষ ও একজন নারীর পরিচয় জানা সম্ভব হয়েছে। তবে পরিবারের অনুরোধে তাদের নাম গোপন রাখা হয়েছে। শহরটির প্রধান চিকিৎসা পরীক্ষকের কার্যালয় জানিয়েছে, এ নিয়ে নিহত ২ হাজার ৭৫৩ জনের মধ্যে ১ হাজার ৬৪৯ জনকে শনাক্ত করা গেলো।

২২ বছর আগের ভয়াবহতা : দিনটি ছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বর, মঙ্গলবার। যুক্তরাষ্ট্রে চারটি যাত্রীবাহী প্লেন ছিনতাই করে সেগুলো দিয়ে আঘাত হানা হয় নিউইয়র্কের দুটি আকাশচুম্বী ভবনে (টুইন টাওয়ার)। এটি ছিল শতাব্দীর সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি। শুধু মার্কিনিদের জন্যই নয়, গোটা বিশ্ব চমকে গিয়েছিল ঘটনার ভয়াবহতায়।

লক্ষ্যবস্তু কী ছিল?

ছিনতাইকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে একইসঙ্গে চারটি প্লেন ছিনতাই করে। তারপর সেগুলো ব্যবহার করে নিউইয়র্ক ও ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আঘাত হানার জন্য বিশাল ও নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হিসেবে। দুটি প্লেন বিধ্বস্ত করা হয় নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ভবনে। প্রথম প্লেনটি আঘাত হানে নর্থ টাওয়ারে স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে। দ্বিতীয় প্লেনটি সাউথ টাওয়ারে বিধ্বস্ত করা হয় এর কয়েক মিনিট পরেই, সকাল ৯টা ৩ মিনিটে।

হামলায় দুটি ভবনেই আগুন ধরে যায়। ভবন দুটির ওপরের তলাগুলোতে মানুষজন আটকা পড়ে যায়। শহরের আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। দুটি ভবনই ছিল ১১০ তলা। মাত্র দুই ঘণ্টার মধ্যে সেগুলো বিশাল ধুলার ঝড় তুলে মাটিতে গুঁড়িয়ে পড়ে।

তৃতীয় প্লেনটি পেন্টাগনের সদর দপ্তরের পশ্চিম অংশে আঘাত হানে স্থানীয় সময় সকাল ৯টা ৩৭ মিনিটে। রাজধানী ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে ছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর বিশাল পেন্টাগন ভবন। এরপর, সকাল ১০টা ৩ মিনিটে চতুর্থ প্লেনটি আছড়ে পড়ে পেনসিলভেনিয়ার একটি মাঠে। ছিনতাই হওয়া চতুর্থ প্লেনের যাত্রীরা ছিনতাইকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পর সেটি বিধ্বস্ত করা হয়। ধারণা করা হয়, ছিনতাইকারীরা চতুর্থ প্লেনটি দিয়ে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে আঘাত হানতে চেয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধপ্রায় ২ হাজার ফুট উঁচু থেকে পড়েও বেঁচে গেলেন পর্বতারোহী
পরবর্তী নিবন্ধআমি চীনকে ধারণ করতে চাই না : বাইডেন