চন্দনাইশে ২২ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। সড়ক ৩টি হলো ২০ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ১৬ কিলোমিটার দীর্ঘ দেওয়ানহাট-বৈলতলী-বরমা ধামাইরহাট-জিসি পটিয়া সড়ক, ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৩ কিলোমিটার দীর্ঘ দোহাজারী জিসি-লালুটিয়া-বোমাংহাট জিসি সড়ক ও ৮৫ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে হাতিয়াখোলা (দোহাজারী) সড়ক। তিনি গতকাল শনিবার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে বলেন, বিগত বন্যায় এ ৩টি সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন এ অঞ্চলের মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।
বহুল প্রত্যাশিত এ ৩টি সড়ক উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা দরকার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার, ইঞ্জিনিয়ার রেজা-উন-নবী, আওয়ামী লীগ নেতা এম, বাবর আলী ইনু, আবদুল শুক্কুর, নবাব আলী, শাহ আলম মেম্বার, জামাল উদ্দীন মেম্বার, করিম উল্লাহ, জিয়াউল হক জিয়া, হোসেন মাহম্মদ, ওসমান আলী, আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, লোকমান হাকিম, জসিম উদ্দীন হিরু, আবদুল হাকিম রাজু, সোলাইমান, মাহিদুল ইসলাম রাজিব, মেজবাহ উদ্দীন খান ভুট্টো, শাহজাহান গাজী, গিয়াস উদ্দীন রুবেল, সালাহ উদ্দীন রাসেল, মশিউর রহমান রাশেদ, ইরফান আহমদ জাসু, সায়েম চৌধুরী, সাইফুল ইসলাম আসিফ প্রমুখ।