২২ কোটি টাকাসহ এস আলম পরিবারের ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৬:১৫ পূর্বাহ্ণ

ছাত্রজনতার আন্দোলেনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছে আদালত। এসব ব্যাংক হিসাবে ২২ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ১৯০ টাকা রয়েছে। এই টাকা তোলা যাবে না, তবে হিসাবগুলোতে টাকা জমা করা যাবে। খবর বিডিনিউজের।

গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

শুনানিকারী দুদকের আইনজীবী মীর মোশাররফ আলী সালাম বলেন, দুদকের উপপরিচালক আবু সাঈদ এস আলম পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।

এস আলম পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদনে দুদক বলেছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানকালে তার ও তার পরিবারের সদস্যদের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির বিভিন্ন শাখায় ১২৫টি হিসাবের তথ্য পাওয়া যায়। হিসাবগুলোতে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক।

এস আলম নামে বেশি পরিচিত সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ‘অবৈধভাবে’ অর্জিত অর্থ গোপন করার জন্য ওই ব্যাংক হিসাবগুলোতে জমা রাখার কথা তুলে ধরা হয় আবেদনে। এতে বলা হয়, যেকোন সময় এই অর্থ ব্যাংক হিসাব থেকে তুলে বিদেশে ‘পাচার করার সম্ভাবনা’ রয়েছে। সে কারণে হিসাবগুলো জমা রাখা টাকা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অবরুদ্ধ করা প্রয়োজন।

ইতোমধ্যে এস আলম ও তার পরিবারের সদস্যদের আরো কয়েকটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। তাদের বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করে শেয়ার লেনদেনও স্থগিত করা হয়েছে। নতুন গভর্নর আহসান এইচ মনসুর এস আলমের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন ব্যাংকের শেয়ার সরকারের মালিকানায় নেওয়ার কথা বলেছেন।

পূর্ববর্তী নিবন্ধএমপিওভুক্ত শিক্ষক বদলির নতুন নীতিমালা, আবেদন প্রতিবছর অক্টোবরে
পরবর্তী নিবন্ধ২১ দিনে এক গ্রাহককে ৮৯০ কোটি টাকা ঋণ, পুরোটাই আত্মসাৎ