মজুরি বৃদ্ধি, দুর্গাপূজার আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম ভ্যালির ২২টি চা-বাগানের শ্রমিকরা। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বেলা ১০টা পর্যন্ত কর্মবিরতি চলাকালে প্রতিবাদ সভায় শ্রমিকরা বলেন, ১০২ টাকা মজুরি দিয়ে তাদের সংসার চালানো ও সন্তানদের লেখাপড়ার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির দাবি জানান। বক্তারা বলেন, মালিকপক্ষের সঙ্গে চা শ্রমিক এসোসিয়েশনের বৈঠকে ৩০০ টাকা মজুরি দাবি করা হলে তারা ১২০ টাকা দিতে রাজি হন। এরপর ২১ মাস পেরিয়ে গেলেও ওই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। তারা আসন্ন দুর্গাপূজার আগেই চা শ্রমিকদের নতুন মজুরিসহ বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান। কর্মসূচি থেকে তিন দিনের (৭২ ঘন্টা) আলটিমেটাম দিয়ে দাবি না মানলে দেশজুড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম ভ্যালির সভাপতি নিরঞ্জন নাথ মন্টু। চট্টগ্রামের ব্র্যাক কর্ণফুলী চা বাগানের শ্রমিকদের কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন পঞ্চায়েত সভাপতি বিপ্লব দে, সম্পদ নায়েক, আশু সিং, প্রদীপ ঘোষ, জাবেদ হোসেন প্রমুখ।