শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল ঘোষিত হবে ১২ এপ্রিল শ্রীলংকা যাত্রার আগে যে কোন দিন। এমনকি এক দিন আগেও হতে পারে। তবে মূল স্কোয়াড ঘোষিত হবে শ্রীলংকায় প্রস্তুতি ম্যাচের পরে। সফরে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশি ক্রিকেটাররা। যেহেতু আয়োজক লংকান ক্রিকেট বোর্ড আসন্ন এই সিরিজে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করছে না এমনকি বাংলাদেশ দলের প্রস্তুতিতে নেট বোলারও দিচ্ছে না সেহেতু প্রাথমিক স্কোয়াডের বহর বড় করছে টাইগার ক্রিকেট প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, প্রাথমিক দল শ্রীলংকা যাবে। ওখানে গিয়ে প্রস্তুতি ম্যাচের পরে আমরা মূল স্কোয়াড দিব। যেহেতু প্রস্তুতি ম্যাচ আমাদের মধ্যে খেলতে হবে, শ্রীলংকার ক্রিকেটার পাব না, পাশাপাশি নেট বোলারও পাব না। এজন্য আমরা বেশি ক্রিকেটার নিয়ে যাচ্ছি। ২১ জনের প্রাথমিক দল এখান থেকে ঘোষিত হবে। যাওয়ার আগের দিনও হতে পারে।












