‘২১ বছর পর’

| শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বেশিরভাগ সময়ে রোমান্টিক গল্পতে দেখা যায়। তবে ঈদ উপলক্ষে তিনি বেশকিছু ভিন্ন গল্পেও কাজ করেছেন। তেমনি মা ও ছেলের ভালোবাসার গল্প নিয়ে নির্মিত ‘২১ বছর পর’ নামের একটি নাটকে দেখা যাবে অপূর্বকে। নিজের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। সমপ্রতি এর শুটিং সম্পন্ন হয়েছে। খবর বাংলানিউজের।
নাটকটিতে অপূর্বের মায়ের চরিত্রে অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু। আরও রয়েছেন তাসনিয়া ফারিণ ও তারিফসহ অনেকে। নাটকটির গল্প প্রসঙ্গে মাহমুদুর রহমান হিমি বলেন, মা ও সন্তানের সম্পর্কের গল্পের নাটক এটি। যেখানে ২১ বছর পর মায়ের সঙ্গে তার সন্তানের দেখা হবে। কেন এত দীর্ঘ বিরতি নিয়ে মা-ছেলের দেখা? তা জানতে পর্দায় দেখতে হবে। আমি মনে করি নাটকটির গল্প দর্শকের হৃদয়ে নাড়া দেবে। আসন্ন পবিত্র ঈদুল আযহায় ঈদ আয়োজনে ‘২১ বছর পর’ এনটিভি ও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

পূর্ববর্তী নিবন্ধহেলমেটবিহীন বাইকে চড়ার খেসারত
পরবর্তী নিবন্ধতাদের ‘পরগাছা’