২১ বছর আগের মামলায় একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন

মাদারবাড়িতে তরকারি বিক্রেতা খুন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

নগরীর মাদারবাড়ির মেথরপট্টি এলাকায় ২১ বছর আগে তরকারি বিক্রেতা মো. ইদ্রিসকে গুলি করে হত্যার ঘটনায় মো. শুক্কুর নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই আদেশে আবুল কালাম নামের অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ সেলিম মিয়া ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামি কাঠগড়ায় হাজির না থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর আলম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তরকারি বিক্রেতাকে গুলি করে খুনের ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় একজনকে মৃত্যুদণ্ড ও অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।

আদালত সূত্র জানায়, ২০০২ সালের ১৮ জানুয়ারি ডবলমুরিং থানাধীন পূর্ব মাদারবাড়ি মেথরপট্টি এলাকায় পূর্ব বিরোধের জেরে তরকারি বিক্রেতা মোহাম্মদ ইদ্রিসকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ইদ্রিসের ভাই মোহাম্মদ শহীদ বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে দণ্ডপ্রাপ্ত দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরবর্তীতে চার্জগঠন করে তাদের বিরুদ্ধে বিচার শুরু করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ১৪৭ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ৬০৭ টাকা কর আদায়
পরবর্তী নিবন্ধআবেগতাড়িত হয়ে কাঁদলেন হুইপ সামশুল