বাংলা প্রচলন উদ্যোগ’ এর সভায় এখনো নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ফলকে ইংরেজি ভাষার প্রাধান্য থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় বক্তারা বলেন ২১ ফেব্রুয়ারির পূর্বেই নামফলকে বাংলার প্রাধান্য আনার জন্য সকল সরকারি- আধা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।
গত ১৩ ফেব্রুয়ারি মশিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডা. মাহফুজুর রহমান, ডা. শাহ আলম ভুইয়া, আবুল কাসেম, দেওয়ান মাকসুদ আহমদ, আবু হোসেন, মুক্তিযোদ্ধা রফিক চৌধুরী, তৌহিদুল করিম কাজল, রাজা মিয়া, মুন্সি মিয়া, আনোয়ার খান, শাহজাহান চৌধুরী, সুজাউদ্দৌলা বাবুল, আজম সাদেক, মো ইলিয়াস মিয়া, সুশময় চৌধুরী, সোলায়মান খান, আবদুল মাবুদ, জসিম উদ্দিন মোবারক, জসিম চৌধুরী, অ্যাড. একেএম ইউসুফ, হাসিনা আকতার টুনু, ভাস্কর চৌধুরী, মহিনউদ্দিন, মারুফ হাসান রুমি, শফিউল কবির আবির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












