আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে নগরীতে যান চলাচলের ক্ষেত্রে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগ থেকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিএমপি। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সিএমপির নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা থেকে নগরের বৌদ্ধ মন্দির থেকে বোস ব্রাদার্স, আমতল থেকে রাইফেলস স্কয়ার, তিনপুল থেকে রাইফেলস স্কয়ার, জহুর হকার্স মার্কেট থেকে সিনেমা প্যালেস, সোনালী ব্যাংক (লালদীঘি) থেকে সিনেমা প্যালেস, সিনেমা প্যালেস থেকে আন্দরকিল্লামুখী কাটা পাহাড় সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। বৌদ্ধ মন্দির–আমতল–তিনপুল, জহুর হকার্স মার্কেট, সোনালী ব্যাংক, সিনেমা প্যালেস, কাটা পাহাড় রাস্তার মুখে রোড ব্লক স্থাপন করে যানবাহনসমূহকে ডাইভারশন দেওয়া হবে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা কাজীর দেউরি–নেভাল ক্রসিং–লাভলেইন–বৌদ্ধ মন্দির–বোস ব্রাদার্স–রাইফেল ক্লাব মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন এবং রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করবেন। এছাড়া অন্যদিক থেকে আসা গাড়িসমূহ নিজ নিজ সুবিধা অনুযায়ী গোলাম রসূল মার্কেটের সামনে আমতল, নিউ মার্কেট মোড়, লালদীঘি ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন এবং যানবাহনসমূহ পার্কিং করবে। অনুষ্ঠানকেন্দ্রিক আসা যানবাহন লালদীঘি হতে কোতোয়ালী, নিউ মার্কেট হতে কোতোয়ালী মোড়, এনায়েত বাজার জুবলি রোড এবং বৌদ্ধ মন্দির হতে চেরাগী পাহাড় রাস্তায় পার্কিং করতে পারবে। অনুষ্ঠানস্থলে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা রাইফেল ক্লাব হতে পায়ে হেঁটে শহীদ মিনারে এসে ফুল দিয়ে পুনরায় রাইফেল স্কয়ারের সামনে থেকে গাড়িতে উঠে বোস ব্রাদার্স হয়ে প্রত্যাবর্তন করবেন।
বৌদ্ধ মন্দির, লালদীঘি, কোতোয়ালী, নিউমার্কেট ড্রপিং জোন হিসেবে ব্যবহারকারীরা সিনেমা প্যালেস দিয়ে হেঁটে শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণপূর্বক রাইফেল স্কয়ার হয়ে পুনরায় উক্ত ড্রপিং জোনে গিয়ে গাড়িতে উঠবেন। পদযাত্রা ও প্রভাতফেরিতে অংশগ্রহণকারীরা সুশৃক্সখলভাবে রাস্তায় যান চলাচলের সুযোগ রেখে গমনাগমন করবেন।