চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ২১ পদের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪০ জন প্রার্থী। এর মধ্যে ২১ জন বিএনপি–জামায়াতের যৌথ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের। বাকি ১৯ জন হচ্ছেন আওয়ামী লীগপন্থী সমন্বয় পরিষদের প্রার্থী। দুটি সদস্য পদের প্রার্থী নির্বাচন কমিশন কর্তৃক বাতিল হওয়ায় সমন্বয় পরিষদকে ১৯ জন প্রার্থী নিয়ে নির্বাচন করতে হবে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন চূড়ান্ত এ প্রার্থী তালিকা প্রকাশ করে। এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনী কর্মকর্তা উত্তম কুমার দত্ত দৈনিক আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।
চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকা ঐক্য পরিষদের ২১ প্রার্থী হচ্ছেন সভাপতি আবদুস সাত্তার, সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী চৌধুরী, সহ–সাধারণ সম্পাদক মো. ফজলুল বারী, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসাইন, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক মো. মনজুর হোসাইন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল জব্বার। সদস্য প্রার্থীরা হচ্ছেন আহসান উল্লাহ মানিক, আসমা খানম, বিবি ফাতেমা, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম এমিন, মো. রায়হানুল ওয়াজে চৌধুরী, মো. রোবায়েতুল করিম, মো. সাহেদ হোসাইন, মির্জা মো. ইকবাল হোসেন, মো. মোরশেদ ও রাহিলা গুলশান।
আওয়ামী লীগপন্থী সমন্বয় পরিষদের ১৯ প্রার্থী হচ্ছেন সভাপতি মো. আব্দুর রশিদ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুরুল আলম, সহসভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরউদ্দিন জাবেদ, সহ–সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক গোলাম মোহাম্মদ কাদের আলী শাহ, পাঠাগার সম্পাদক মো. আরিফ উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক ফৌজিয়া আফরোজ, ক্রীড়া সম্পাদক এ জে এম রাবেত হোসাইন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রবিউল আলম। সদস্য পদের প্রার্থীরা হচ্ছেন মনির আহমেদ মামুন, মোহাম্মদ বাবুলুর রশীদ, মো. ইমরান উদ্দীন, কাজী শাহেদ চৌধুরী, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, শাহাদাত হোসেন, জান্নাতুল মাওয়া কাজল, পারভীন আক্তার পাপিয়া ও মো. শাহ মোয়াজ্জেম।
এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর প্রার্থীদের প্রচার, প্রচারণা শুরু হয়েছে। গতকাল প্রথম দিনে আদালত এলাকায় প্রচারণা চালিয়েছেন ঐক্য পরিষদ এবং সমন্বয় পরিষদের প্রার্থী ও তাদের সমর্থকরা। ঐক্য পরিষদের নেতারা তাদের সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ ও আইনজীবীদের চেম্বারগুলোতে ডোর টু ডোর প্রচারণা চালান। তবে সমন্বয়ের প্রার্থী, সমর্থকদের গণসংযোগ করতে দেখা যায়নি। তারা শুধু ডোর টু ডোর প্রচার প্রচারণা চালিয়েছেন। আগামী ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।