নগরীর ফিশারীঘাট থেকে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নিখোঁজ সাত জেলে ২১ দিনেও বাড়ি ফেরেনি। তবে এফ.বি আবিদ নামের ওই মাছ ধরার বোট ডুবে গেলে ভাসতে থাকা ছয়জনকে উদ্ধার করে অপর একটি বোট। এদের মধ্যে বাকিদের হদিস মিলছে না। এ বিষয়ে গত সোমবার সদরঘাট নৌ থানায় একটি সাধারণ ডায়েরি করে ডুবে যাওয়া বোটের মালিক আরিফ জমাদ্দার।
তিনি এতে উল্লেখ করেন, ফিরে আসা জেলেদের মাধ্যমে তিনি জানতে পারেন–গত ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১ টার দিকে গভীর সাগরে ঝড়ের কবলে পড়ে তার মালিকানাধীন মাছ ধরার বোটটি ডুবে যায়। এ ঘটনায় ৬ জন মাঝি ফেরত আসলেও বাকি ৭ জনের এখনো হদিস মিলছে না। তারা হলো– মাঝি মো. জামাল সরদার (৫৪), আবু ছায়েদ (৪৯), মো. জাহিদ হোসেন (৩১), মো. খাদিবুল ইসলাম (৪৮), মো. আক্তার আলী (২২), হাসান সরদার (৩৩) এবং জিয়ারুল সরদার (৩৩)।