২১ দিনেও হদিস মিলেনি হাটহাজারীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৮:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের ২১ দিনেও হদিস মিলেনি মাদ্রাসা ছাত্র মাহমুদুল হাসান ফাহাদের (১২)। গত ১০ জুন রাত থেকে হাটহাজারী থানাধীন কাচারি রোডের দিদারুল উলুম তালীমুল কুরআন মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। এদিকে নিখোঁজের পর ফাহাদের হদিস না পেয়ে গত ১৮ জুন হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১০৮০) করেন ফাহাদের পিতা মো. শাহ আলম। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ হলেও ফাহাদ হাটহাজারী পৌরসভার আলীপুর ৪নং ওয়ার্ডে পরিবারের সাথে বসবাস করে। নিখোঁজ ডায়েরিতে ফাহাদের পিতা শাহ আলম উল্লেখ করেন, ১০ জুন এশারের নামাজের জন্য রুম থেকে বের হয়ে মসজিদে গেলেও নামাজ শেষে নিজের কক্ষে ফিরেনি। মাদ্রাসা থেকে খবর পেয়ে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোন খবর পাওয়া যায়নি। ফাহাদ হেফজ বিভাগে ২৮ পারা মুখস্থ করেছে। হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, ‘মাদ্রাসা ছাত্র নিখোঁজের বিষয়টি আমার জানা নেই। সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি বলতে পারবেন।’ সাধারণ ডায়েরির বিষয় উল্লেখ করে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার থানায় প্রতিদিন একশ এর উপরে জিডি হয়, কয়টির বিষয় খেয়াল থাকে।’

পূর্ববর্তী নিবন্ধদক্ষতার সাথে কাজ করার জন্য শেখার শেষ নেই
পরবর্তী নিবন্ধসাগরিকা ক্লাবের রোটারিয়ান রাশেদুল আমিন শ্রেষ্ঠ প্রেসিডেন্ট