২১ অক্টোবর গারাংগিয়া দরবারের ত্বরিক্বত সম্মেলন

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

দরবারে আলীয়া গারাংগিয়ায় ত্বরিক্বত সম্মেলন আগামী ২১ অক্টোবর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে গত ২৭ সেপ্টম্বর লোহাগাড়া পদুয়াস্থ একটি সেন্টারে সম্মেলনের উদ্যোক্তা শাহসুফি মাওলানা শাহ্‌জাদা মাহমুদুল হক মজিদীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর শাহ্‌সূফী আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ (.) প্রকাশ বড় হুজুর কেবলার ৪৮তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে ত্বরিক্বত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আমিনুল ইসলাম, মহিউদ্দিন মজিদি, আহমদ হোসেন চৌধুরী, মইনুদ্দিন মজিদি, মোজাফফর আহমদ মনির প্রমুখ। সম্মেলন সফল করার লক্ষ্যে আগামী ৫ অক্টোবর আমিরাবাদ রূপসী ক্লাবে দক্ষিণ চট্টগ্রাম এবং ১২ অক্টোবর মহানগর ও উত্তরের এন্তেজামেয়া কমিটির প্রস্তুতি সভার তারিখ ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনন্দলোকে মঙ্গোলালোকে
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির নিয়মিত সভা