২০-৩০ হাজার টাকায় জাতীয় পরিচয়পত্র

চক্রের তিনজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

ভুয়া কাগজপত্র দিয়ে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধনের আবেদনকারী দুই ব্যক্তিকে পুলিশে দিয়েছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশনের কর্মকর্তারা। পরে তাদের তথ্য মতে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এটি একটি সংঘবদ্ধ চক্র; যারা ভুয়া জাতীয়তা সনদ ও জন্মনিবন্ধন সরবরাহ করে টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতে সহায়তা করে। গ্রেপ্তারকৃতরা হলেন ইমতিয়াজ মাহমুদ (২৮), নূর হোসেন (৪৫) ও জহির উদ্দিন মামুন (৩৫)। এদের থেকে তিন সেট নিবন্ধন ফরম ও জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনের ছয়টি সেট পাওয়া যায়।
এ ঘটনায় দায়ের করা মামলার বাদী কোতোয়ালী থানার উপপরিদর্শক শিমুল চন্দ্র দাশ আজাদীকে জানান, ২০ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্র তৈরির চুক্তি করে এ চক্রের সদস্যরা।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন আজাদীকে জানান, ইমতিয়াজ ও নূর হোসেন সোমবার বিকেলে কয়েকজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধন ও নিবন্ধনের জন্য তথ্য ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে জাতীয়তা সনদ, জন্মনিবন্ধন সনদ এবং বিদ্যালয়ের প্রত্যয়নপত্র জমা দেয়। এসব সনদ সন্দেহজনক হওয়ায় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে এ দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একটি চক্রের সদস্য। মঙ্গলবার বিকেলে তাদের তথ্য অনুযায়ী পাহাড়তলী থানার অলংকার মোড় থেকে জহির উদ্দিন মামুনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
তিনি আরও জানান, যাদের নামে এনআইডি সংশোধন ও নিবন্ধনের আবেদন করেছে, তাদের মধ্যে কেউ রোহিঙ্গা আছে কিনা এবং আগে কোনো রোহিঙ্গাকে তারা জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে দিতে চেষ্টা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআজ সাবেক এমপি এ বি এম আবুল কাশেমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধঅনিরুদ্ধ বড়ুয়া অনির ২২তম মৃত্যুবার্ষিকী আজ