২০ স্থানে বিদ্যুতের তারের ওপর গাছ অন্ধকারে বাঁশখালী

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

ভারী বর্ষণে বাঁশখালীর অন্তত ২০টি স্থানে বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়েছে গাছ। এছাড়া ডালপালা কাটতে গিয়ে উপজেলা ভূমি অফিসের গাছসহ উপচে পড়ে আহত হয়েছেন ২ কর্মচারী। ফলে গতকাল মঙ্গলবার অন্ধকারে ছিল পুরো বাঁশখালী। বিদ্যুৎ না পেয়ে সাধারণ গ্রাহকদের ভোগান্তি ছিল সীমাহীন।
বাঁশখালী পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জসিম উদ্দিন বলেন, ভারী বর্ষণের ফলে বিভিন্ন স্থানে বিদ্যুতের তারের ওপর গাছপালা পড়ার খবর পেয়েছি। ওইসব স্থানে পল্লী বিদ্যুতের লোকজন খুঁটি ও সংযোগ তার ঠিক করছে। খুব তাড়াতাড়ি বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে।
এদিকে গতকাল সন্ধ্যায় সংযোগ পাওয়া গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত আসা-যাওয়ার মধ্যেই ছিল বিদ্যুৎ।
উল্লেখ্য, সারাদেশে শত ভাগ বিদ্যুতায়নের কাজ চললেও বাঁশখালীতে প্রতিদিন গড়ে ১০/১২ ঘণ্টা বিদ্যুতহীন কাটান গ্রাহকরা। প্রতিনিয়ত বিদ্যুতের এ ভোগান্তি গ্রাহকদের ক্ষেপিয়ে তুলেছে। সম্প্রতি অপ্রতিরোধ্য বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনা রোগীর সেবার পরিধি বাড়লো সিআইএমসিএইচে
পরবর্তী নিবন্ধগুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা