২০ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স ও ফি আদায়

চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ১০:১৮ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ লাখ ছয় হাজার ৮১৮ টাকা বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাক্স, পরিচ্ছন্ন ও আলোকায়ন রেইট) ও ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল বুধবার নগরের কোতোয়ালী ও সদরঘাট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে দীর্ঘদিন ধরে রাজস্ব সার্কেল-৪ এর আওতাধীন রেয়াজুদ্দিন বাজার ও মাদারবাড়ি এলাকায় দুটি হোল্ডিংয়ের বিপরীতে বকেয়া ১৮ লাখ ৭৯ হাজার ১৯৮ টাকা আদায় করা হয়। এছাড়া ২২টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় করা হয় এক লাখ ২৭ হাজার ৬২০ টাকা।
সদর ঘাট রোডে অভিযান : একই অভিযানে সদরঘাট রোডের ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়। এসময় রাস্তা ও ফুটপাতে দোকানের মালামাল রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে আট ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সিএমপি সহায়তা করে।

পূর্ববর্তী নিবন্ধহেফাজতের নামে কমিটি হলে তা প্রত্যাখানের ঘোষণা শফিপন্থীদের
পরবর্তী নিবন্ধনষ্ট গাড়ির ডকুমেন্টে চলছে চোরাই গাড়ি