২০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে চকরিয়ার উপকূলীয় বদরখালীর একটি মিঠা পানির মৎস্য প্রকল্পে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের গোয়ারফাঁড়ি খালের মধ্যম অংশস্থ প্রায় ৩০ একরের একটি মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটে। এ সময় প্রকল্পের পাহারায় নিয়োজিত থাকা কয়েকজন কর্মচারীকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া ছাড়াও আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোঁড়ায় সন্ত্রাসী চক্র। পরে অন্তত সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের প্রকল্পে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায় তারা।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রকল্প ইজারাদারের ছেলে মো. হানিফুল ইসলাম বাদী হয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে বদরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়াস্থ আহমদ কবির ঘাটের আবদুল আজিজ, রবিউল, শাহজাহানসহ ১৩ জনের সুনির্দিষ্ট নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।
এদিকে লিখিত অভিযোগ পাওয়ার পর থানার অপারেশন অফিসারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায় গতকাল বুধবার দুপুরে। এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, উপকূলীয় বদরখালী সমিতি কর্তৃক ইজারা দেওয়া মৎস্য প্রকল্পে লুটপাট ও তাণ্ডব চালানোর অভিযোগ পাওয়ার পর থানার অপারেশন অফিসারের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।