সরকারের চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগী ২০ লাখ ব্যক্তির কাছে ভাতা যাবে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ-এর মাধ্যমে। গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা, অস্বচ্ছল প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রদেয় ভাতা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খবর বিডিনিউজের।
দেশের শীর্ষ মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে জিটুপি (গভর্মেন্ট টু পার্সন) পদ্ধতিতে সারা দেশের ২৪টি জেলার প্রায় ২০ লাখ উপকারভোগীর কাছে ভাতার অর্থ সহজেই পৌঁছে যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, কোনো ধরনের বাড়তি খরচ ছাড়াই তা খুব সহজেই বিকাশের সবচেয়ে বিস্তৃত এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশআউট করে নিতে পারবেন উপকারভোগীরা। ক্যাশআউট খরচের ৭ টাকা সরকার বহন করবে, বাকি টাকা বহন করবে বিকাশ নিজেই। এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যাদের ভাতা দিচ্ছি অর্থটা যেন তাদের হাতেই পৌঁছায়, মাঝে যেন অন্য কেউ না থাকে। সে কারণেই সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণে এই জিটুপি পদ্ধতি চালু করা হয়েছে।’