২০ বছর পর সম্মেলন, পেল দুই সদস্যের কমিটি

উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

২০ বছর পর সম্মেলনের মাধ্যমে দুই সদস্যের কমিটি (সভাপতি ও সাধারণ সম্পাদক) পেল চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল মঙ্গলবার নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকালে শুরু হওয়া ত্রিবার্ষিক সম্মেলন বিকাল সাড়ে ৪টায় শেষ হয়।

প্রথম অধিবেশনের পর বিকালে দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এ সময় উপস্থিত সকল কাউন্সিলর ও ডেলিগেটের মতামতের ভিত্তিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এরাদুল হক নিজামী ভূট্টুকে সভাপতি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. নাছির উদ্দিন রিয়াজকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগ উত্তর জেলার দুই সদস্যের কমিটি ঘোষণা করেন। কমিটি পূর্ণাঙ্গ করার জন্য নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ৪৫ দিনের সময়সীমা বেঁধে দেন তিনি।

এরাদুল হক ভূট্টু চট্টগ্রাম সদর সাবরেজিস্টার কার্যালয়ের অফিস সহকারী। তাকে সভাপতি করার পর থেকে একজন সরকারি কর্মচারীকে আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠনের সভাপতি করায় দলের নেতাকর্মীদের মাঝে আলোচনাসমালোচনা চলছে।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯এর ২৫ ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে বা কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা কোনো প্রকার সহযোগিতা করতে পারবেন না। দলের একাংশের মতে, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগে নেতার এত আকাল পড়েনি যে, একজন সরকারি কর্মচারীকে ধরে এনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বানাতে হবে।

উল্লেখ্য, ২০০৩ সালে সর্বশেষ উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের অ্যাডহক কমিটি গঠিত হয়েছিল। ২০১৩ সালে ত্রিবার্ষিক সম্মেলন করার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধতর্কাতর্কির জেরে ছুরিকাঘাত, যুবক নিহত
পরবর্তী নিবন্ধপিবিআই প্রধানের মামলা থেকে বাবুল ও তার পিতাকে অব্যাহতি