মারা যাওয়ার ২০ দিন পর অবশেষে জাহাজ থেকে নামানো হয়েছে হতভাগ্য এক নাবিকের লাশ। জাহাজটিতে যে একজন নাবিকের মৃত্যু হয়েছে তা চট্টগ্রাম বন্দরের কেউই জানতেন না। শিপিং এজেন্ট কিংবা জাহাজের ক্যাপ্টেনও বিষয়টি বন্দর কন্ট্রোল কিংবা অন্য কাউকে জানাননি। গত ৯ নভেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। এরপর তিনদিন ধরে লাশ নিয়ে জাহাজটি সেখানে ভাসছিল। অবশেষে গতকাল সকালে জাহাজটি বন্দরে বার্থিং নেয়ার পর বিষয়টি জানাজানি হলে দ্রুত লাশটি নামিয়ে মর্গে পাঠানো হয়। আফ্রিকা থেকে আসা জাহাজটির সেকেন্ড অফিসার ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা যান বলে সূত্র জানিয়েছে।
জানা যায়, ‘এমভি নিউ কারেজ’ নামের পানামার পতাকাবাহী একটি জাহাজ গত ৯ নভেম্বর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। দক্ষিণ আফ্রিকা থেকে কাঠ এবং জাতিসংঘের গাড়ি নিয়ে আসা জাহাজটির সেকেন্ড অফিসার জেসি ইকেটার গত ২৪ অক্টোবর জাহাজেই মৃত্যুবরণ করেন। তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান বলে তার সতীর্থরা জানিয়েছেন। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছার পর এটিতে যে একজন মানুষ মারা গেছেন কিংবা লাশটি জাহাজে রয়েছে সেই তথ্য কাউকে জানানো হয়নি। স্থানীয় শিপিং এজেন্টও বিষয়টি বন্দরকে জানায়নি। এতে জাহাজটির ব্যাপারে বাড়তি কোনো পদক্ষেপও নিতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। গতকাল সকালের জোয়ারে স্বাভাবিক বার্থিং এর অংশ হিসেবে জাহাজটি নিউমুরিং কন্টেনার টার্মিনালের এক নম্বর জেটিতে বার্থিং নেয়। এরপর জানানো হয়, জাহাজটিতে লাশ রয়েছে এবং গত ২৪ অক্টোবর তিনি মারা গেছেন।
খবরটি শোনার সাথে সাথেই বন্দরের শীর্ষ কর্মকর্তারা দ্রুত লাশটি নামিয়ে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেন। চট্টগ্রাম বন্দরের সদস্য (প্ল্যানিং এন্ড এডমিন) মোহাম্মদ জাফর আলম লাশটি নামানোর কথা স্বীকার করে বলেন, আমাদের আগে জানানো হয়নি। তাই লাশটিকে তিনদিন অহেতুক সাগরে ভাসতে হয়েছে। আমাদেরকে আগে জানালে আমরা বিশেষ ব্যবস্থায় জাহাজটিকে বার্থিং দেয়ার ব্যবস্থা করতে পারতাম। হতভাগ্য নাবিক জেসি ইকেটার ফিলিপাইনের নাগরিক উল্লেখ করে তার লাশ বিমানযোগে দেশে পাঠানো হবে বলে বন্দর সূত্র জানায়।