কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ২০ জন দরিদ্র ও অসহায় নারীর মাঝে সম্প্রতি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম। ইউএনও মুনতাসির জাহান বলেন, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ করা হলো। যে সকল নারী সেলাই মেশিন পেয়েছেন তাদের সবাই পারিবারিক প্রয়োজন ছাড়াও সেলাই মেশিন ব্যবহার করে পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে সচেষ্ট থাকবেন।
তিনি বলেন, বর্তমান সরকারের উদ্দেশ্য হলো দেশের কেউ বেকার ও কর্মহীন থাকবে না। তাই বলে সবাই সরকারি চাকরি পাবেন, সেটাও সম্ভব নয়। চাকরি ছাড়াও যে সংসারের হাল ধরা যায় এমন নজির দেশে অনেক রয়েছে। ইচ্ছা, আগ্রহ ও প্রচেষ্টা থাকলে একটি সেলাই মেশিনের সাহায্যেও সংসারে সচ্ছলতা আনা সম্ভব। সেই চেষ্টা করার জন্য তিনি সাহায্য গ্রহীতাদের প্রতি আহ্বান জানান।