২০ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ফেরির নিচে তলিয়ে যাওয়া পল্লী বিদ্যুৎ কর্মীর

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২৩ জুন, ২০২৪ at ১:৩৮ অপরাহ্ণ

শনিবার (২২ জুন) বিকেল ৫ টায় ফেরির সাথে নৌকার ধাক্কা লাগলে সাথে সাথে তিনজন নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক একজনকে উদ্ধার করা হলেও বাকি দুইজন নদীতে তলিয়ে গেছে।

২০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও এখনো (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) নিখোঁজ রয়েছেন তারা। শনিবার সন্ধ্যা থেকে ডুবুরির একটি দল তাদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযানে নিয়োজিত ছিলেন।

রাত আটটায় উদ্ধার স্থগিত হলেও আজ রবিবার (২৩ জুন) সকাল আটটা থেকে আবারো উদ্ধার অভিযান কার্যক্রম শুরু হয়।

উদ্ধার অভিযানে থাকা সরোয়ার আলম বলেন, সকাল থেকে ডুবুরি দল আবারো উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে এখনো কারো খোঁজ মিলেনি।

পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, পল্লী বিদ্যুৎ কর্মী আশরাফ উদ্দীন কাজলসহ দুইজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের উদ্ধার হয়েছে বলে বিভিন্ন বিভ্রান্তিমূলক পোস্ট করা হচ্ছে। যা সম্পূর্ণ গুজব।

এসব মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধএনবিআর থেকে সরানো হলো ছাগলকাণ্ডের মতিউরকে
পরবর্তী নিবন্ধচন্দনাইশে রাসেলস ভাইপার সন্দেহে পিটিয়ে মারা হল ৪ সাপের বাচ্চা