২০ কেজি ইলিশ ও ৪০ কেজি চিংড়ি জব্দ

নগরীতে দুই ব্যবসায়ীকে জরিমানা

আজাদী অনলাইন | বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ২:৫৬ অপরাহ্ণ

ইলিশের প্রজনন মৌসুমে সব ধরনের মৎস্য আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা আজ (বুধবার) থেকে শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা চলবে ৪ নভেম্বর পর্যন্ত। নিষেধাজ্ঞা জারির প্রথম দিনেই মাঠে নামে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় নগরের ফিশারীঘাটে অভিযান পরিচালনা করা হয়। সেখানে কোনো অনিয়ম দেখা না গেলেও পরে নগরের বিভিন্ন বাজারে চালানো হয় অভিযান।
এসময় দুই ব্যবসায়ীকে জরিমানা এবং ২০ কেজি ইলিশ ও ৪০ কেজি চিংড়ি জব্দ করা হয়।-বাংলানিউজ

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, ফিশারীঘাটে কোনো ইলিশ পাওয়া যায়নি। এছাড়াও কোনো ধরনের অনিয়ম ভ্রাম্যমাণ আদালতের দৃষ্টিতে আসেনি৷ তবে মোমিন রোডে অস্থায়ী খুচরা বাজারে একজন ব্যবসায়ীকে ইলিশ বিক্রির দায়ে জরিমানা করা হয়। এছাড়া রিয়াজউদ্দিন বাজারে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে আরও এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

আগামি ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় মৃত্যু ৩শ’ ছাড়াল
পরবর্তী নিবন্ধভিপি নুরের বিরুদ্ধে এবার সাইবার ট্রাইব্যুনালে মামলা