দুই বাংলার আলোচিত ওয়েব সিরিজগুলোর নাম বলতে গেলে চলে আসে ‘মহানগর’–এর কথা। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে এটি মুক্তি পেয়েছিল ২০২১ সালের ২৫ জুন। রাজধানী ঢাকার পটভূমিতে তৈরি সিরিজটির প্রথম মৌসুমের মোট ৮টি পর্ব প্রচার হয়। সিরিজটি দেখে পরিচালক আশফাক নিপুন, অভিনয়শিল্পী মোশাররফ করিম, জাকিয়া বারী মম, মোস্তাফিজুর নূর ইমরান, শ্যামল মাওলার প্রশংসা করছেন সবাই। শুধু দেশেই নয়, কলকাতার দর্শকরাও সিরিজটি দেখছেন আগ্রহ নিয়ে। এরপর থেকেই দর্শদের একটাই প্রশ্ন ছিল–কবে আসবে ‘মহানগর টু’? নির্মাতা আশফাক নিপুন পরিচালিত সিরিজটি মুক্তি পাচ্ছে আসছে ২০ এপ্রিল। এর আগে শুক্রবার প্রচারণার অংশ হিসেবে উন্মুক্ত হয়েছে সিরিজের ট্রেলার। খবর বাংলানিউজের।
স্বাভাবিকভাবেই ট্রেলারে ‘মহানগর’র প্রধান চরিত্র ওসি হারুনের উপস্থিতি বেশি। তার রহস্যে মোড়া সংলাপ, গভীর–চিন্তিত চাহনি আর অনেক অমীমাংসিত গল্পের টুকরো আভাস মিলেছে মিনিট দুয়েকের ঝলকে। প্রথম সিজনে ওসি হারুনের কণ্ঠে ‘দুইটা কথা মনে রাখবেন’ সংলাপটি দর্শকের মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল। তবে এবার তদন্তকারী কর্মকর্তার ধমকের বিপরীতে হারুন সুর পাল্টে বলেন, ‘দুইটা কথা ভুলে যাবেন’!
নিজের চরিত্রের বিষয়ে মোশাররফ করিম বলেন, ওসি হারুন আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে অন্যতম প্রিয়। এই চরিত্রের প্রতি মানুষের যে ভালোবাসা, প্রশংসা এবং পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তা আমার এবং পুরো ‘মহানগর’ টিমের জন্য সত্যি অনেক বড় পাওয়া। দ্বিতীয় সিজনের গল্পে এমন কিছু পাওয়া যাবে যা আগে কখনো কেউ দেখেনি, এই ট্রেলারটি কেবল তার ছোট্ট একটি ঝলক।







