সপ্তাহ খানেক আগেও কানাডার গ্লোবাল লিগ টি–টোয়েন্টিতে খেলেছেন সাকিব আল হাসান। এখন খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। এই ব্যস্ততার মধ্যেও থেমে নেই সাকিবের বিজ্ঞাপনি কাজ। এ কাজেই চলতি মাসের শেষের দিকে সংযুক্ত আরব– আমিরাতে যাচ্ছেন এই অলরাউন্ডার। মূলত একটি জুয়েলারীর শোরূম উদ্বোধন করতে যাবেন সাকিব। এ উপলক্ষে আগামী ২০ আগস্ট দুবাইয়ে থাকবেন তিনি। একটি ভিডিও বার্তায় এসব তথ্য তিনি নিজেই জানিয়েছেন। ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘বিশ্বখ্যাত গোল্ডমার্কেট দুবাইয়ে। আমি সাকিব আল হাসান আসছি ২০শে আগস্ট। এনআরআই জুয়েলার্সের হোলসেল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে।












