২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় স্পেন-পর্তুগাল

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ১০:৫৭ পূর্বাহ্ণ

২০৩০ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চাওয়ার ঘোষণা দিয়েছে স্পেন ও পর্তুগাল। লিসবনে বুধবার স্পেন ও পর্তুগালের গোলশূন্য ড্র প্রীতি ম্যাচের আগে দুই দেশের ফুটবল ফেডারেশন এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। ২০৩০ সালে হবে বিশ্বকাপের শতবর্ষী আসর। এর আয়োজক নির্ধারিত হবে ২০২৪ সালে। তবে ২০২২ সালে স্বাগতিক দেশ নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দেবে ফিফা। ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর বসেছিল উরুগুয়েতে। সেবার আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল দেশটি। ২০৩০ বিশ্বকাপ এই দুই দেশের সঙ্গে যৌথভাবে আয়োজন করতে আগ্রহী প্যারাগুয়ে ও চিলিও। বিশ্বকাপের আগামী আসর বসবে কাতারে, ২০২২ সালে।

পূর্ববর্তী নিবন্ধপরিস্থিতি স্বাভাবিক হলেই বিশ্ব ও এশিয়া একাদশ ম্যাচ
পরবর্তী নিবন্ধছেলেদের ১০ ও মেয়েদের ৫ হাজার মিটারে বিশ্বরেকর্ড