ইন্টার মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন অধিনায়ক লাউতারো মার্তিনেস। নতুন চুক্তি অনুযায়ী ২০২৯ সালের জুন পর্যন্ত ইতালিয়ান ক্লাবটিতে থাকবেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার। সিরি ‘এ’ এর দলটি গত সোমবার বিবৃতি দিয়ে জানায় এই খবর। মার্তিনেসের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। স্বদেশের ক্লাব রেসিং থেকে ২০১৮ সালে ইন্টারে যোগ দেন মার্তিনেস। এখন পর্যন্ত দলটির হয়ে ২৮২ ম্যাচে তার গোল ১২৯টি। গত মৌসুমে ইন্টারের সিরি ‘এ’ শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। লিগের সর্বোচ্চ ২৪ গোল করে সেরি ‘এ’ তে ২০২৩–২৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। ইন্টারের জার্সিতে এখন পর্যন্ত দুটি করে সিরি ‘এ’ ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জিতেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। ২০২২ সালে জাতীয় দল আর্জেন্টিনার হয়ে তিনি পান বিশ্বকাপ জয়ের স্বাদ। গত মাসে দলটির কোপা আমেরিকা শিরোপা ধরে রাখায় অগ্রণী ভূমিকা রাখেন তিনি। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের একমাত্র গোলটিসহ আসরে সর্বোচ্চ ৫টি গোল করেন মার্তিনেস।