২০২৬ সালে ২৮ দিন ব্যাংক ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক

| সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংক (বিবি) আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে। এতে নিয়মিত সাপ্তাহিক ছুটি বাদে সকল তফসিলি ব্যাংকের জন্য মোট ২৮টি ব্যাংক বন্ধের দিন ঘোষণা করা হয়েছে। ছুটির বিস্তারিত তালিকা সম্বলিত এই সার্কুলারটি কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা হয়েছে। গতকাল এ সার্কুলারটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে। খবর বাসসের। ২০২৪ সালে ২৪ দিন ও ২০২৫ সালে ২৭ দিনের তুলনায় ২০২৬ সালে ব্যাংক ছুটির সংখ্যা বেড়েছে। সার্কুলার অনুযায়ী, ছুটির ক্যালেন্ডারের বেশিরভাগ দিনই প্রধান ধর্মীয় উৎসব এবং জাতীয় দিবসগুলোকে কেন্দ্র করে নির্ধারিত হয়েছে। বছরের প্রথম ছুটি থাকবে ৪ ফেব্রুয়ারিশবে বরাত। একই মাসে ২১ ফেব্রুয়ারিশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। দুই ঈদকে কেন্দ্র করে দীর্ঘ ছুটি থাকবে। ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলো ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে জুমাতুল বিদা, ঈদের দিন এবং পরবর্তী দুই দিন অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। একইভাবে, ঈদুল আজহা উপলক্ষে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিনের ছুটি থাকবে, এর সাথেও দুই দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০২৬ সালের এই ছুটির সময়সূচি সব তফসিলি ব্যাংকের জন্য প্রযোজ্য এবং এটি ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা গেজেট বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরেলের সাবেক ডিজিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
পরবর্তী নিবন্ধধানের শীষের বিজয়েই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব