বাংলাদেশের ক্রিকেটে প্রথমবারের মতো ঘটলো এমন। দেশের মাঠে এই বছরের সব ম্যাচের তারিখ প্রথমবারের মতো একবারে ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ম্যাচগুলির ভেন্যু অবশ্য চূড়ান্ত করা হয়নি। তবে এভাবে সব সিরিজ ও ম্যাচের তারিখ ঘোষণা করে দেওয়াও আগে ছিল অভাবনীয়। সবগুলি সিরিজই আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ। পাশাপাশি গত বছর স্থগিত হয়ে যাওয়া ভারতের সফরটিও রাখা হয়েছে এই বছরের সূচিতে। ভারত ছাড়াও এ বছর বাংলাদেশে খেলতে আসবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে পাকিস্তান দলের সফরটি হবে দুই ভাগে। পিএসএলের আগে হবে ওয়ানডে সিরিজ, পিএসএলের পরে টেস্ট সিরিজ। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী এই সফরে তিনটি টি–টোয়েন্টি ম্যাচও খেলার কথা ছিল পাকিস্তানিদের। তবে পরিবর্তিত এই ক্রিকেটে ২০ ওভারের ক্রিকেটের সিরিজটি নেই। ঘরের মাঠে এই সিরিজগুলো ছাড়াও এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি বিদেশ সফরও আছে। ফেব্রুয়ারিতে আছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ২ টেস্ট ৫ ওয়ানডে খেলবে বাংলাদেশ, অগাস্টে আয়ারল্যান্ড সফরে ওয়ানডে ও টি–টোয়েন্টি তিনটি করে। অগাস্টেই বাংলাদেশ ২৩ বছর পর যাবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে। নভেম্বরে–ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় সফর ২ টেস্ট ও ৩ টি–টোয়েন্টির।
দেশের মাঠে বাংলাদেশের সব খেলার সূচি:
মার্চ ২০২৬, প্রতিপক্ষ পাকিস্তান: ০৯ মার্চ – পাকিস্তান দলের আগমন। ওয়ানডে সিরিজ:১২ মার্চ ২০২৬–প্রথম ওয়ানডে, ১৪ মার্চ ২০২৬– দ্বিতীয় ওয়ানডে,১৬ মার্চ ২০২৬ –তৃতীয় ওয়ানডে।
এপ্রিল–মে ২০২৬, প্রতিপক্ষ নিউজিল্যান্ড:১৩ এপ্রিল ২০২৬ –নিউজিল্যান্ড দলের আগমন। ওয়ানডে সিরিজ:১৭ এপ্রিল ২০২৬–প্রথম ওয়ানডে,২০ এপ্রিল ২০২৬ –দ্বিতীয় ওয়ানডে,২৩ এপ্রিল ২০২৬ –তৃতীয় ওয়ানডে।
টি–টোয়েন্টি সিরিজ: ২৭ এপ্রিল ২০২৬–প্রথম টি–টোয়েন্টি, ২৯ এপ্রিল ২০২৬–দ্বিতীয় টি–টোয়েন্টি,২ মে ২০২৬ –তৃতীয় টি–টোয়েন্টি।
মে ২০২৬, প্রতিপক্ষ পাকিস্তান: ০৪ মার্চ ২০২৬– পাকিস্তান দলের আগমন। টেস্ট সিরিজ (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ),৮–১২ মে ২০২৬ –প্রথম টেস্ট,১৬–২০ মে ২০২৬ –দ্বিতীয় টেস্ট।
জুন ২০২৬, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ০২ জুন ২০২৬ –অস্ট্রেলিয়া দলের আগমন। ওয়ানডে সিরিজ: ০৫ জুন ২০২৬ –প্রথম ওয়ানডে,০৮ জুন ২০২৬–দ্বিতীয় ওয়ানডে, ১১ জুন ২০২৬–তৃতীয় ওয়ানডে।
টি–টোয়েন্টি সিরিজ: ১৫ জুন ২০২৬–প্রথম টি–টোয়েন্টি,১৮ জুন ২০২৬–দ্বিতীয় টি–টোয়েন্টি,২০ জুন ২০২৬–তৃতীয় টি–টোয়েন্টি।
সেপ্টেম্বর ২০২৬, প্রতিপক্ষ ভারত। ২৮ অগাস্ট: ভারতীয় দলের আগমন। ওয়ানডে সিরিজ:০১ সেপ্টেম্বর ২০২৬ –প্রথম ওয়ানডে,০৩ সেপ্টেম্বর ২০২৬ –দ্বিতীয় ওয়ানডে,০৬ সেপ্টেম্বর ২০২৬ –তৃতীয় ওয়ানডে।
টি–টোয়েন্টি সিরিজ: ৯ সেপ্টেম্বর ২০২৬–প্রথম টি–টোয়েন্টি,১২ সেপ্টেম্বর ২০২৬–দ্বিতীয় টি–টোয়েন্টি,১৩ সেপ্টেম্বর ২০২৬–তৃতীয় টি–টোয়েন্টি।
অক্টোবর–নভেম্বর ২০২৬, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ১৮ অক্টোবর–ওয়েস্ট ইন্ডিজ দলের আগমন। টেস্ট সিরিজ (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ)। ২২–২৪ অক্টোবর: তিন দিনের প্রস্তুতি ম্যাচ,২৮ অক্টোবর – ১ নভেম্বর: প্রথম টেস্ট,০৫–০৯ নভেম্বর দ্বিতীয় টেস্ট।











