২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর

| শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৫ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছর ১৭ ডিসেম্বর শুরু হবে। মাসব্যাপী এই মেলা শেষ হবে ১৭ জানুয়ারি। গতকাল বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা সংক্রান্ত এক সভায় এ তারিখ নির্ধারণ করা হয়। খবর বাসসের।

সভায় সভাপতিত্ব করেন, সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধ৫ দফা দাবিতে আজ নগর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধচব্বিশের গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের কঠোর শাস্তি ও বিচার চাইলেন নাহিদ