২০২৬ সালকে ‘দাওয়াতে খায়র বর্ষ’ ঘোষণা আনজুমান ট্রাস্টের

| শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:২৫ পূর্বাহ্ণ

২০২৬ সনে ঘরে ঘরে জরুরি দ্বীনি মাসায়েল শিক্ষা প্রোগ্রাম ‘দাওয়াতে খায়র’ কার্যক্রমকে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে, দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির ব্যবস্থাপনায় এবং আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় গতকাল ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী দাওয়াতে খায়র মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মশালার প্রথম ধাপের কার্যক্রম। ১৫ জানুয়ারি থেকে চলবে দাওয়াতে খায়র মাসিক ইজতিমা আয়োজন। দেশব্যাপী এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন সহজসাধ্য করতে ২৬ মার্চ থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী দ্বিতীয় ধাপের মুয়াল্লিম প্রশিক্ষণ কার্যক্রম। এছাড়া ২০২৬ সাল জুড়ে চলবে এর সাথে প্রাসঙ্গিক নানা কর্মসূচি। এই উপলক্ষে গতকাল সকাল ৯টায় চট্টগ্রাম আলমগীর খানকাহ শরীফে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের ফিন্যান্স সেক্রেটারি আলহাজ্ব কমর উদ্দিন সবুর, ক্যাবিনেট সদস্য আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, আনজুমান জামেয়ার মুখপাত্র মোছাহেব উদ্দিন বখতিয়ার, দাওয়াতে খায়র প্রধান মুয়াল্লিম এবং আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা মোহাম্মদ আবদুল মান্নান এবং দাওয়াতে খায়র কেন্দ্রীয় মুয়াল্লিম মাওলানা ইমরান হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুরুতে এই প্রথম ধাপের প্রশিক্ষণে বাছাইকৃত দেড়শ’ প্রশিক্ষণার্থীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মুসলমানদের জন্য অপরিহার্য শরিয়তের মাসয়ালাসমূহ শেখার এই অনন্য কর্মসূচিকে বাংলাদেশের ঘরে ঘরে যে কোনো মূল্যে পৌঁছে দিতে হবে। এর জন্য আনজুমান ট্রাস্ট সব ধরনের পৃষ্ঠপোষকতা করতে প্রস্তুত আছে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত মুয়াল্লিমদের আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুলশী টাউন সেন্টারে প্রিটি লেয়ারস এর যাত্রা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর যোগদান