২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি ঘোষণা

উদ্বোধনী ম্যাচ ১১ জুন, ফাইনাল ২০ জুলাই

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৬ পূর্বাহ্ণ

ড্র ঘোষণার একদিন পর এবার আগামী বিশ্বকাপ মহাযজ্ঞের সূচিও প্রকাশ করেছে ফিফা। নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী আগামী বছরের ফুটবল বিশ্বকাপের সহআয়োজক মেক্সিকো টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় অনুযায়ী ১১ জুন দিবাগত রাত ১টায় মেক্সিকো সিটির এস্তাদিও অ্যাজটেকায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০ জুলাই দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে ফাইনাল। উত্তর আমেরিকার তিন দেশে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিবে। তাই এত বড় আয়োজনের দিনক্ষণ নির্ধারণ করতে শুক্রবারের ড্রয়ের পর আরও একদিন সময় নিতে হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাংলাদেশ সময় অনুযায়ী ১৭ জুন গ্রুপ জে এর প্রথম ম্যাচে কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে। এরপর ডালাসে খেলবে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে। ২০১৮ সালের চ্যাম্পিয়ন ও ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স গ্রুপ আইএর তিন ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলে। মেটলাইফ স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে শুরু করে বোস্টনে নরওয়ের মুখোমুখি হবে তারা। এর মাঝখানে ফিলাডেলফিয়ায় আন্তঃমহাদেশীয় প্লেঅফ জয়ী দলের বিপক্ষে খেলবে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপ জেতা ব্রাজিল তাদের গ্রুপ সিএর প্রথম ম্যাচে ১৪ জুন ভোর ৪টায় মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে। ২০ জুন ফিলাডেলফিয়ায় হাইতিকে মোকাবিলা করার পর ২৫ জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। এটি হবে বিশ্বকাপে দুই দলের পঞ্চম সাক্ষাৎ। জার্মানি ১৪ জুন গ্রুপ ইতে হিউস্টনে মুখোমুখি হবে ক্যারিবীয় দল কুরাসাওয়ের। এইচ গ্রুপ থেকে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন আটলান্টার শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে নবাগত কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ খেলবে। এরপর মেক্সিকোর গুয়াদালাহারায় উরুগুয়ের মুখোমুখি হবে তারা। ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন দিবাগত রাত ২টায় ডালাসে। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এল গ্রুপে ইংল্যান্ডের বাকি দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলে। ২৩ জুন দিবাগত রাতে বোস্টনে ঘানার বিপক্ষে আর ২৭ জুন দিবাগত রাত ৩টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পানামার বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধচমকস’র হ্যান্ডবল কমিটি গঠন
পরবর্তী নিবন্ধসিসিএল ক্রিকেট, বিলিয়ার্ড স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী