প্রতিবছর সম্মানিত হাজিদের হজে যাওয়ার প্রাক্কালে বাধ্যতামূলক মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দিয়ে হজে যেতে হয়। এই টিকা কার্যক্রম সাধারণত সরকারি হাসপাতালগুলোতে করা হয়। চট্টগ্রামের হাজিদের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই টিকার ব্যবস্থা করা হয়। টিকা দেওয়ার দিন হজ কাফেলা এবং হাজীদের এক ভীষণ আতংকের দিন। ঐ দিন হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ফজরের নামাজের পর থেকে টিকা দেওয়ার স্থানে হাজিরা অবস্থান করতে থাকে। এই দীর্ঘ সময় অপেক্ষায় থেকে অনেক হাজি অসুস্থ হয়ে পড়েন। ২০২৩ সালের হজের টিকা কার্যক্রম চলার সময় দীর্ঘক্ষণ গরমের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে একজন হাজি মাটিতে পড়ে যায় আমি সাথে সাথে কয়েকজনকে সাথে নিয়ে ওনাকে প্রাথমিক সেবা দিয়ে সুস্থ করে তুলি।
২০২৫ সালের হাজীদের জন্য নির্ধারিত তারিখে যথা নিয়মে সকালবেলা যখন হাজিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যায় তখন টিকা দেওয়ার সুন্দর ব্যবস্থাপনা দেখে সকল হাজী আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে। সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানায়। সেদিন হাজীদের এসি রুমে বসার ব্যবস্থা করে যথাসময়ে সুশৃঙ্খলভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করে। এটাই জুলাই বিপ্লবের তত্ত্বাবধায়ক সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ।