নতুন বছরে আন্তর্জাতিক ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ব্যস্ততা মূলত ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব ঘিরেই। কনমেবল অঞ্চলদের বাছাইপর্বে টেবিলের শীর্ষ অবস্থান করছেন মেসিরা। ৮ জয়, ৩ পরাজয় আর ১ ড্রতে তাদের পয়েন্ট ২৫। টেবিলের দুইয়ে থাকা উরুগুয়ের তাদের থেকে ৫ পয়েন্ট কম। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী মার্চে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দল। ২১ মার্চ দ্বিতীয় অবস্থানে থাকা শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর দিন চারেক পর নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নামবেন মেসিরা। এরপর জুন এবং সেপ্টেম্বরে বাছাইপর্বের আরো দুটি করে ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
জুনে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে এবং সেপ্টেম্বরে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের বিপক্ষে।