২০২৪ সালের সেরা শব্দ ‘ব্রেইন রট’, এর মানে কী?

| বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৫ পূর্বাহ্ণ

জগৎ সংসার ভুলে ইনস্টাগ্রাম ও টিকটক স্ক্রল করে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করছেন? তাই যদি হয়, তাহলে হয়তো ভুগছেন, ‘ব্রেইন রট’এ। এটিকেই বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচিত করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি)। এটি এমন এক শব্দ যা প্রচুর সংখ্যক নিম্নমানের অনলাইন কনটেন্ট দেখার উদ্বেগ প্রকাশ করে। খবর বিডিনিউজের।

২০২৩ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত শব্দটির ব্যবহারের মাত্রা অন্তত ২৩০ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। মনোবিজ্ঞানী ও অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ড্রু প্রজিবিলস্কি বলেছেন, আমরা যে সময়ের মধ্যে বাস করছি তারই লক্ষণ এ শব্দের জনপ্রিয়তা। ডেমিওর, রোমান্টাসি এবং ডায়নামিক প্রাইসিং’সহ ওইউপি’র সংক্ষিপ্ত তালিকায় আরও পাঁচটি বাক্যাংশ বা শব্দকে হারিয়েছে ব্রেইন রট।

ব্রেইন রট আসলে কী? : একজন ব্যক্তির মানসিক বা বুদ্ধিবৃত্তিক অবস্থার অনুমানযোগ্য অবনতিকে সংজ্ঞায়িত করা হচ্ছে ‘ব্রেইন রট’ বলে। বিশেষত তুচ্ছ বা চ্যালেঞ্জিং নয় এমন কনটেন্টে অত্যধিক যুক্ত থাকার ফলাফল হিসাবে দেখা হয় ব্রেইন রটকে।

পূর্ববর্তী নিবন্ধ২০ জানুয়ারির আগে জিম্মিদের মুক্তি না দিলে কঠোর আঘাতের হুমকি ট্রাম্পের
পরবর্তী নিবন্ধভিয়েতনামের নারী ধনকুবের লানের মৃত্যুদণ্ড বহাল