২০২৩ বিশ্বকাপ পর্যন্ত প্রধান নির্বাচক নান্নু

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৪:৪৫ পূর্বাহ্ণ

ওয়ানডে ক্রিকেটে কিছুটা সাফল্য পেলেও টেস্ট এবং টিটোয়েন্টি ক্রিকেটে মোটেও ভালো অবস্থানে নেই বাংলাদেশ দল। একের পর এক হারে বিধ্বস্ত টাইগাররা। বিশেষ করে গতবছরের টিটোয়েন্টি বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ দল। স্কটল্যান্ডের কাছে হার দিয়ে প্রাথমিক পর্ব শুরুর পর ওমান এবং পাপুয়া নিগির বিপক্ষে জিতে চুড়ান্ত পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। কিন্তু সুপার লিগে কোনো ম্যাচই জিততে পারেনি টাইগাররা। সেই ব্যর্থতার পর গুঞ্জন শুরু হয়েছিল জাতীয় দলের নির্বাচক প্যানেলকে নিয়ে। বলাবলি হচ্ছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত সে পথে হাটেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উল্টো ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে বর্তমান প্রধান নির্বাচক সহ নির্বাচক প্যানেলের মেয়াদ। আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত মিনহাজুল আবেদিন নান্নুর অধীনে হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকই থাকবেন জাতীয় দলের নির্বাচক হিসেবে। এমনটাই সুপারিশ করেছে বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটি। তাদের সঙ্গে নির্বাচক প্যানেলে আরও দুজনকে যোগ করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অর্থাৎ এখন নির্বাচক প্যানেল হবে পাঁচ সদস্যের।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাংবাদিকদের। ২০২৩ বিশ্বকাপের পর নতুন কাউকে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি।

বিসিবি সভাপতি বলেছেন, আমাদের সভার একটি আলোচ্য বিষয় ছিল জাতীয় দলের নির্বাচক প্যানেল। এখন আমাদের প্যানেলে তিনজন আছেন। আমরা ক্রিকেট অপারেশন্সকে বলেছিলাম নতুন কারও নাম সুপারিশ করতে। তারা সেটি করতে পারেনি। নতুন কাউকে এ দায়িত্বের জন্য খুঁজে পায়নি।

তবে অপারেশন্স কমিটি থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, বর্তমান প্যানেলের মেয়াদ আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার জন্য। তিনি বলেন এর মধ্যে আমরা কিছু একটা ব্যবস্থা করবো। বর্তমান তিনজনের সাথে আরও দুজন নির্বাচক বাড়ানো হবে। নির্বাচক প্যানেলের সদস্য বাড়ানোর কারণ ব্যাখ্যা করে পাপন বলেন এখন আমাদের অনেক খেলা। বয়সভিত্তিক ক্রিকেটেও যে খেলাগুলো হয় সবগুলো বর্তমান প্যানেলের পক্ষে দেখা সম্ভব নয়। কারণ আমাদের জাতীয় দলের খেলা এখন অনেক বেশি। সেজন্য আরও দুজনকে আমরা অন্তর্ভুক্ত করবো।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে জঙ্গল রাউজান প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধপাহাড়তলী থানা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন