চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চসিক নির্বাচনে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনগণকে ভোট সেন্টারে আসার জন্য উৎসাহী করতে হলে নির্বাচন কমিশন ও সরকারের দৃশ্যমান নিরপেক্ষ নির্বাচনমুখী পদক্ষেপ নিতে হবে। জনগণকে উৎসাহী করতে হলে ভোট সেন্টারে নিরাপদে ভোট দেয়ার নিরাপত্তা দিতে হবে। যেহেতু ১০ লক্ষ ভোটার নারী ও মহিলা। ইভিমে ব্যালট প্যানেলকে সুরক্ষা দিতে হবে। নির্বাচনের পরিবেশ এখনো সবার জন্য সমান নয়। প্রশাসন এখনো সরকারের নীল নকশা বাস্তবায়ন করছে। চসিক নির্বাচনে বিএনপির প্রার্থী সভা সমাবেশের সমান সুযোগ পাচ্ছে না। ভয় ভীতি প্রদর্শন করে সরকার কেন্দ্রে ভোটারের উপস্থিতি কমানোর পায়তারা করছে। বিএনপির নেতাকর্মীদের সেই ভয় ভীতি উপেক্ষা করে সাধারণ জনগণকে সাথে নিয়ে ভোট ডাকাতদের প্রতিহত করার দীপ্ত শপথ নিতে হবে। ২০২১ হোক গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের বছর।
তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর ৫ নম্বর মোহরা ওয়ার্ড বিএনপির করোনা সুরক্ষা সামগ্রী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা নির্বাসনের পথে পাড়ি দিয়েছে। নির্বাচন নিয়ে ভোটারদের আর কোনো আগ্রহ নাই। তারা মনে করে ভোট দিলেও পাস, না দিলেও পাস। চসিক নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে ভোটারদের কেন্দ্রমুখী করে জণগনের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে।
বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সদস্য আবু সুফিয়ান বলেন, বিনা ভোটে নির্বাচিত এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে জনগণের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে গুম-খুন, হামলা-মামলাকে প্রধান হাতিয়ার হিসাবে গ্রহণ করেছে। সরকারের গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার সময় শেষ হয়ে আসছে।
আগামী ২৭ তারিখ সিটি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সেন্টার পাহারা দিতে হবে। মোহরা ওয়ার্ড় বিএনপির সভাপতি জানে আলম জিকুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন, কামরুল ইসলাম। বিএনপি নেতা দিদারুল আলম চৌধুরী হীরামনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন এসএম আবুল কালাম আবু, আহমদ উল্লাহ, ইকবাল রহমান চৌধুরী, শহিদুল ইসলাম বাদশা, হাসনাত আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।