আগামী শিক্ষাবর্ষ (২০২১) থেকে প্রাথমিক স্তরের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে সমপ্রতি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার কার্যক্রম নিতে চিঠি দেওয়া হয়েছে।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. মো. আমিনুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, এতদিন প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দুই পরীক্ষায় প্রায় ৩০ লাখ শিক্ষার্থী অংশ নিতো। চলতি বছরেও প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯ লাখ তিন হাজার ৩৩৮ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ছিল ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থী। ইবতেদায়ি সমাপনীতে ছিল তিন লাখ ৫৫ হাজার ৩৭১ জন শিক্ষার্থী।
প্রাথমিক স্তরের এই দুই পরীক্ষা গ্রহণে আলাদা বোর্ড গঠনের উদ্যোগ থাকলেও শেষ পর্যন্ত ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার কার্যক্রম কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করলো সরকার।