২০১৯ সালে দুদকের সাড়ে ৩ হাজার কোটি টাকা জরিমানা আদায়

| সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

২০১৯ সালে সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি জরিমানা আদায় করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ২০১৯ সালের সংস্থার প্রতিবেদন জমা দিয়ে এ তথ্য জানিয়েছে দুদকের একটি প্রতিনিধি দল। খবর বিডিনিউজের।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ওই প্রতিবেদন জমা দেন। তার সঙ্গে ছিলেন দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান এবং এ এফ এম আমিনুল ইসলাম। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাতে দুদক চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। তিনি (দুদক চেয়ারম্যান জানান, ২০১৯ সালে ৩৪৯৭ কোটি টাকার অধিক জরিমানা হিসেবে আদায় করা হয়েছে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৪৩৬ কোটি টাকার। এছাড়া দেশে-বিদেশে বিভিন্ন সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজুয়াড়ি সন্দেহে আটক সেই তিনজনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধ‘ঢোঁড়া’ হলে চলবে না, দুদককে ‘জাত’ সাপ হতে হবে : বিচারক