২০০ মিটারে শিরিনের নতুন রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ১১:৩৫ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের ২০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ে সোনা জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্র্যাকে রোববার ২৪ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন শিরিন। তিনি ভেঙেছেন ২০০৬ সালে গড়া নাজমুন্নার বিউটির রেকর্ড। ১৪ বছর আগে ২৪ দশমিক ৩০ সেকেন্ডে রেকর্ড গড়েছিলেন বিউটি। এই ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। তিনি সময় নিয়েছেন ২৪ দশমিক ৫০ সেকেন্ড। বাংলাদেশ আনসারের কবিতা রায় ২৫ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। টানা তৃতীয়বার ২০০ মিটারে সেরা হওয়া শিরিন রেকর্ড গড়ে দারুণ উচ্ছ্বসিত।
‘নতুন রেকর্ড গড়ে অনেক ভালো লাগছে। বিউটি আপুর করা আগের রেকর্ডটি ভেঙেছি। আসলে আমার অধ্যাবসায় আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলাম।’

পূর্ববর্তী নিবন্ধলকডাউনেও বন্ধ হচ্ছে না বাংলাদেশ গেমস
পরবর্তী নিবন্ধরাফি স্মৃতি জুনিয়র ক্রিকেটে মিলেনিয়াম একাডেমি চ্যাম্পিয়ন