১০০ মিটারের পর ২০০ মিটারেও আলো ছড়ালেন সুমাইয়া দেওয়ান। শিরিন আক্তারকে পেছনে ফেলে দ্রুততম মানবীর মুকুট জয়ের পর ২০০ মিটারেও সেরা হয়েছেন তিনি। ছেলেদের ২০০ মিটারে সেরা হয়েছেন রাকিবুল ইসলাম। মেয়েদের ২০০ মিটারে ২৫ দশমিক ২২ সেকেন্ড সময় নিয়ে সেরা হন সুমাইয়া। গতবারের সেরা শিরিন এবার ২৫ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে রুপা পেয়েছেন।











